সন্তান কন্যা কিংবা পুত্র দিবার মালিক কোন পীর নন
42 আশ-শূরা, আয়াত নং: 49
لِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَ الْاَرْضِ١ؕ یَخْلُقُ مَا یَشَآءُ١ؕ یَهَبُ لِمَنْ یَّشَآءُ اِنَاثًا وَّ یَهَبُ لِمَنْ یَّشَآءُ الذُّكُوْرَۙ
যমীন ও আসমানের বাদশাহীর অধিকর্তা আল্লাহ৭৬ তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন,
لِلَّهِ = আল্লাহরই জন্যে
مُلْكُ = সার্বভৌমত্ব
السَّمَاوَاتِ = আকাশের
وَالْأَرْضِ = ওপৃথিবীর
يَخْلُقُ = তিনি সৃষ্টি করেন
مَا = যা
يَشَاءُ = ইচ্ছে করেন
يَهَبُ = তিনি দেন
لِمَنْ = যাকে
يَشَاءُ = ইচ্ছে করেন
إِنَاثًا = কন্যা সমূহ
وَيَهَبُ = এবং তিনি দেন
لِمَنْ = যাকে
يَشَاءُ = ইচ্ছে করেন
الذُّكُورَ = পুত্র সমূহ
42 আশ-শূরা, আয়াত নং: 50
اَوْ یُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَّ اِنَاثًا١ۚ وَ یَجْعَلُ مَنْ یَّشَآءُ عَقِیْمًا١ؕ اِنَّهٗ عَلِیْمٌ قَدِیْرٌ
যাকে ইচ্ছা পুত্র ও কন্যা উভয়টিই দেন এবং যাকে ইচ্ছা বন্ধ্যা করে দেন। তিনি সব কিছু জানেন এবং সব কিছু করতে সক্ষম।৭৭
أَوْ = অথবা
يُزَوِّجُهُمْ = তাদের কেমিলিয়েদেন
ذُكْرَانًا = পুত্র সমূহ
وَإِنَاثًا = ওকন্যা সমূহ
وَيَجْعَلُ = এবং করেদেন
مَنْ = যাকে
يَشَاءُ = ইচ্ছে করেন
عَقِيمًا = বন্ধ্যা
إِنَّهُ = তিনি নিশ্চয়ই
عَلِيمٌ = সর্বজ্ঞ (সবকিছুজানেন)
قَدِيرٌ = সর্বশক্তিমান
No comments