Header Ads

Header ADS

* আসলে আমরা আল্লাহ হতে পারি নাই যদি হতে পারতাম আল্লাহই আমাদের সব কিছুর জন্য যথেষ্ট হত




জীবিকা দানের বিস্ময়কর উপায় ঃ হযরত মালিক ইবন দীনার নামে আল্লাহর একজন অলী ছিলেন । তিনি বলেন , আমি হজ্বে গমন করছিলাম । এ সময় দেখলাম , একটি কাক আপন ঠোঁটে করে দু'টুকরা রুটি নিয়ে আমার সামনে সামনে যাচ্ছে । কিছুদূর গিয়ে লক্ষ করলাম , এক স্থানে একজন অহসায় লোক হাত - পা বাঁধা অবস্থায় পড়ে আছেন । কাকটি নিজ ঠোঁট দিয়ে লোকটিকে রুটি খাওয়াচ্ছে । রুটি খেয়ে লোকটি তৃপ্ত হলে কাক চলে গেল । আমি লোকটির কাছে গেলাম তার অবস্থা জানতে চাইলে লোকটি জানালেন , “ হজ্বের জন্য গমন করছিলাম , পথে ডাকাত দল আমার সব টাকাকড়ি , মাল - পত্র কেড়ে নিয়ে হাত - পা বেঁধে অসহায় অবস্থায় ফেলে রেখে যায় । এরপর ছয়দিন একনাগাড়ে অনাহারে থেকে মহান প্রভুর দরবারে আপন অসহায়ত্বের বিষয় তুলে ফরিয়াদ জানাই । ষষ্ঠ দিনে আমার ফরিয়াদ কবুল হয় । এরপর থেকে মহান আল্লাহ এ কাকটিকে আমার জীবিকা যোগানদানে নিয়োজিত করেন । প্রতিদিন কাকটি আমার জন্য পানাহারের ব্যবস্থা করে , আমাকে তৃপ্ত করে ফিরে যায় । " মালিক ইবন দীনার ( রহঃ ) বলেন , “ লোকটির অসহায়ত্বে আমার দয়া হল । তার হাত পায়ের বাঁধন খুলে তাকে আমার সাথে নিয়ে চলতে শুরু করলাম । কিছুদূর অগ্রসর হলে আমরা দু'জনেই তৃষ্ণার্ত হয়ে এক কুয়ার কাছে গিয়ে দেখলাম , এক পাল হরিণ সে কুয়া হতে পানি পান করছে । আমাদের পায়ের শব্দ শুনে হরিণগুলো ছুটে চলে গেল । এরপর আমরা কুয়ার কাছে গিয়ে বালতিতে পানি তুলে তৃষ্ণা মেটালাম । মনে মনে ভাবলাম ' হে আল্লাহ ! হরিণগুলো তোমার কোন রুকু - সিজদাহ না করেই উথলে উঠা কুয়ার পানিতে মুখ ডুবিয়ে নিজেদের তৃষ্ণা মেটাল আর আমাদেরকে বালতি ও রশি দিয়ে পানি উঠাতে হল । ” এ সময় অদৃশ্য হতে আওয়াজ এল , “ ওহে মালিক । হরিণ আমার ওপর তাওয়াক্কুল করাতে আমি পানিকে তাদের নাগালের ভেতরে তুলে দিয়েছি । অন্যদিকে তোমরা বালতি ও রশিতে তাওয়াক্কুল করায় তোমাকে এরূপ করতে হয়েছে । ” গায়েবী শব্দে আমি অজ্ঞান হয়ে পড়লাম । সাথে সাথে রশি ও বালতি ছুড়ে ফেলে দিলাম । সুবহানাল্লাহ ! মহান আল্লাহর উপর যারা তাওয়াক্কুল বা নির্ভর করে তাদের জন্যে মহান আল্লাহই যথেষ্ট । মসনবীতে রয়েছে Sys গর তাওয়াক্কুল মীকুনী হার ছোবহো অ শাম মী রসানাদ রিযক তুআয লা মাকাম । কাব্যানুবাদীঃ “ কর যদি তুমি আল্লাহর উপর ভরসা সকাল - সন্ধ্যা সদা অদৃশ্য হতে জীবিকা দিবেন তোমায় তোমার খোদা । এ জন্যেই মহান আল্লাহ পবিত্র আল - কুরআনে ঘোষণা করেছেনঃ * “ আর যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভরশীল হবে , তার জন্য আল্লাহই যথেষ্ট । ” ওয়াজে বেনজীর-১৮

০)

No comments

Powered by Blogger.