Header Ads

Header ADS

৯৭ সদকায়ে জারিয়া

* মানুষ মৃত্যু বরণ করলে আমলনামা বন্ধ হয়ে যায়।সদকা শব্দের অর্থ দান করা। আর জারিয়া শব্দের অর্থ প্রবহমান, সদাস্থায়ী

وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، قَالَ: « إِذَا مَاتَ الإنْسَانُ انْقَطَعَ عَمَلُهُ إِلاَّ مِنْ ثَلاثٍ: صَدَقةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ ». رواه مسلم

* বৃক্ষ রোপন করা সদকায়ে জারিয়া। হযরত আবু দারদা রা: গাছ লাগাচ্ছিলেন, এমন সময় তার পাশ দিয়েএক ব্যক্তি যাচ্ছিলো। তাঁকে গাছ লাগাতে দেখে লোকটি বলে উঠলো। আপনি রাসূলের সাহাবী হয়ে গাছ লাগাচ্ছেন! তখন আবু দারদা রা. তাকে বললেন, একটু শুনে যাও; আমি রাসূল সা: কে বলতে শুনেছি, যখন কেউ গাছ লাগায়, আর তা থেকে কোনো মানুষ বা কোনো প্রাণী খায়, এটা তার জন্য সদাকা হিসেবে গণ্য হয়। মুসনাদে আহমাদ, হাদীস ২৭৫০৬

* যদি কিয়ামত এসে যায় এবং তখন তোমাদের কারো হাতে একটি চারাগাছ থাকে, তবে কিয়ামত হওয়ার আগেই তার পক্ষে সম্ভব হলে যেন চারাটি রোপন করে। আহমাদ হা ১২৯৩৩

إِنْ قَامَتِ السَّاعَةُ وَفِي يَدِ أَحَدِكُمْ فَسِيلَةٌ، فَإِنِ اسْتَطَاعَ أَنْ لَا تَقُومَ حَتَّى يَغْرِسَهَا فَلْيَغْرِسْهَا

* মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট ব্রিজ পথের ধারে পানির ঝরনা নির্মাণ করা সদকায়ে জারিয়া 

* ভালো কাজে যে সুপারিশ করবে যে সুপারিশ করবে সে তার অংশ পাবে সেটা ও সদকায়ে জারিয়া। মন্দ কাজে যে সুপারিশ করবে যে সুপারিশ করবে সে তার অংশ পাবে সেটা ও গুনাহে জারিয়া। নিসা, ৮৫

مَنْ یَّشْفَعْ شَفَاعَةً حَسَنَةً یَّكُنْ لَّهٗ نَصِیْبٌ مِّنْهَا١ۚ وَ مَنْ یَّشْفَعْ شَفَاعَةً سَیِّئَةً یَّكُنْ لَّهٗ كِفْلٌ مِّنْهَا١ؕ

তাও আবার দশ গুণ

* নেক সন্তান পিতা মাতার জন্য সদকায়ে জারিয়া। আপনার সন্তান নেককার হলে সন্তানের নেকের অংশ পাবে না?

* সন্তানের ইসতেগফার পিতা মাতার জন্য সদকায়ে জারিয়া মুসনাদে আহমাদ,১০৬১০

إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَيَرْفَعُ الدَّرَجَةَ لِلْعَبْدِ الصَّالِحِ فِي الْجَنَّةِ، فَيَقُولُ: يَا رَبِّ، أَنَّى لِي هَذِهِ؟ فَيَقُولُ: بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ.

* আর যদি কষ্ট করে আলেম বানাইতে পারেন সেইদিন নূরের তাজ মাথায় জুটিবে। সুনানে আবু দাউদ,১৪৫৩

مَنْ قَرَأَ الْقُرْآنَ وَعَمِلَ بِمَا فِيهِ أُلْبِسَ وَالِدَاهُ تَاجًا يَوْمَ الْقِيَامَةِ ضَوْؤُهُ أَحْسَنُ مِنْ ضَوْءِ الشَّمْسِ فِي بُيُوتِ الدُّنْيَا

তো এই দুনিয়ায় নেক সন্তান সদকায়ে জারিয়া 

* দুনিয়ায় রেখে যাওয়া নেক সন্তান কবরে সবচেয়ে বড় সম্পদ হয়ে দাঁড়াবে 


মাতরাফ ইবনে শুখাইর (র) সপ্নে দেখে কবর বাসী টোকাচ্ছে,,,পৃ- বেহেস্তী নারী -186

* হযরত যাকারিয়া (আঃ) এক বুযুর্গের স্বপ্ন বর্ণনা করে বলেন। এক বুযুর্গ আল্লাহর ওলি স্বপ্নে দেখেন। একটি ফিরেস্তা কবরে আমল বন্টন করেতেছেন।

____________________________________________

 * মানুষ মৃত্যু বরণ করলে আমলনামা বন্ধ হয়ে যায় 

وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، قَالَ: « إِذَا مَاتَ الإنْسَانُ انْقَطَعَ عَمَلُهُ إِلاَّ مِنْ ثَلاثٍ: صَدَقةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ ». رواه مسلم


আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ:


রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘‘যখন কোন মানুষ মারা যায়, তখন তার কর্ম বন্ধ হয়ে যায় । কিন্তু তিনটি জিনিস নয়; (১) সাদকা জারিয়াহ, (২) যে বিদ্যা দ্বারা উপকার পাওয়া যায় অথবা (৩) সৎ সন্তান যে তার জন্য দুআ করে ।’’ (মুসলিম)

null, হাদিস নং ৯৫৬

হাদিসের মান: সহিহ হাদিস

* বৃক্ষ রোপন করা সদকায়ে জারিয়া 


عَنْ أَبِي الدَّرْدَاءِ، أَنَّ رَجُلًا، مَرَّ بِهِ وَهُوَ يَغْرِسُ غَرْسًا بِدِمَشْقَ فَقَالَ لَهُ : أَتَفْعَلُ هَذَا وَأَنْتَ صَاحِبُ رَسُولِ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ : لَا تَعْجَلْ عَلَيَّ سَمِعْتُ، رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " مَنْ غَرَسَ غَرْسًا لَمْ يَأْكُلْ مِنْهُ آدَمِيٌّ، وَلَا خَلْقٌ مِنْ خَلْقِ اللهِ عَزَّ وَجَلَّ إِلَّا كَانَ لَهُ صَدَقَةً.


হযরত আবু দারদা রা. থেকে বর্ণিত, তিনি গাছ লাগাচ্ছিলেন, এমন সময় তার পাশ দিয়েএক ব্যক্তি যাচ্ছিলো। তাঁকে গাছ লাগাতে দেখে লোকটি বলে উঠলোÑ আপনি রাসূলের সাহাবী হয়ে গাছ লাগাচ্ছেন! তখন আবু দারদা রা. তাকে বললেন, একটু শুনে যাও; আমিরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন কেউ গাছ লাগায়, আর তা থেকে কোনো মানুষ বা কোনো প্রাণী খায়, এটা তার জন্য সদাকা হিসেবে গণ্য হয়। মুসনাদে আহমাদ, হাদীস ২৭৫০৬


 عَنْ هِشَامِ بْنِ زَيْدِ بْنِ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنْ قَامَتِ السَّاعَةُ وَفِي يَدِ أَحَدِكُمْ فَسِيلَةٌ، فَإِنِ اسْتَطَاعَ أَنْ لَا تَقُومَ حَتَّى يَغْرِسَهَا فَلْيَغْرِسْهَا»


আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিতঃ:


নবী (সাঃ) বলেনঃ যদি কিয়ামত এসে যায় এবং তখন তোমাদের কারো হাতে একটি চারাগাছ থাকে, তবে কিয়ামত হওয়ার আগেই তার পক্ষে সম্ভব হলে যেন চারাটি রোপন করে (আহমাদ হা/১২৯৩৩ ও ১৩০১২)।


حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْغَسِيلِ قَالَ: أَخْبَرَنِي أُسَيْدُ بْنُ عَلِيِّ بْنِ عُبَيْدٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ أَبَا أُسَيْدٍ يُحَدِّثُ الْقَوْمَ قَالَ: كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، هَلْ بَقِيَ مِنْ بِرِّ أَبَوَيَّ شَيْءٌ بَعْدَ مَوْتِهِمَا أَبَرُّهُمَا؟ قَالَ: " نَعَمْ، خِصَالٌ أَرْبَعٌ: الدُّعَاءُ لَهُمَا، وَالِاسْتِغْفَارُ لَهُمَا، وَإِنْفَاذُ عَهْدِهِمَا، وَإِكْرَامُ صَدِيقِهِمَا، وَصِلَةُ الرَّحِمِ الَّتِي لَا رَحِمَ لَكَ إِلَّا مِنْ قِبَلِهِمَا "


আবু উসাইদ (রাঃ) থেকে বর্ণিতঃ:


আমরা নবী (সাঃ)-এর নিকট উপস্থিত ছিলাম। এক ব্যক্তি বললো, ইয়া রাসূলাল্লাহ! আমার পিতা-মাতার মৃত্যুর পর তাদের সাথে সদ্ব্যবহার করার কোন অবকাশ আছে কি? তিনি বলেনঃ হাঁ, চারটি উপায় আছে। (১) তাদের জন্য দোয়া করা, (২) তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা, (৩) তাদের প্রতিশ্রুতিসমূহ পূর্ণ করা এবং (৪) তাদের বন্ধু-বান্ধবদের সম্মান করা ও তাদের আত্মীয়-স্বজনের সাথে সদ্ব্যবহার করা, যারা তাদের মাধ্যমে তোমার আত্মীয় (দারিমী, ইবনে মাজাহ, হাকিম, ইবনে হিব্বান)।

  


আদাবুল মুফরাদ, হাদিস নং ৩৫

হাদিসের মান: দুর্বল হাদিস


* যে সুপারিশ করবে সে তার অংশ পাবে। 

৪ আন-নিসা, আয়াত: ৮৫


مَنْ یَّشْفَعْ شَفَاعَةً حَسَنَةً یَّكُنْ لَّهٗ نَصِیْبٌ مِّنْهَا١ۚ وَ مَنْ یَّشْفَعْ شَفَاعَةً سَیِّئَةً یَّكُنْ لَّهٗ كِفْلٌ مِّنْهَا١ؕ وَ كَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَیْءٍ مُّقِیْتًا


যে ব্যক্তি কল্যাণ ও সৎকাজের সুপারিশ করবে, সে তা থেকে অংশ পাবে এবং যে ব্যক্তি অকল্যাণ ও অসৎকাজের সুপারিশ করবে, সে তা থেকে অংশ পাবে। আর আল্লাহ‌ সব জিনিসের প্রতি নজর রাখেন।


* সন্তান পিতা মাতার জন্য সদকায়ে জারিয়া আপনার সন্তান নেককার হলে সন্তানের নেকের অংশ পাবে না?

নেক সন্তান সম্বন্ধে এক হাদীসের ইরশাদ-


إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَيَرْفَعُ الدَّرَجَةَ لِلْعَبْدِ الصَّالِحِ فِي الْجَنَّةِ، فَيَقُولُ: يَا رَبِّ، أَنَّى لِي هَذِهِ؟ فَيَقُولُ: بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ.


আল্লাহ তাআলা জান্নাতে নেককারের মর্যাদা উঁচু করলে সে জিজ্ঞেস করবে, হে আমার প্রতিপালক! এটা আমার জন্য কোথা থেকে এল? তিনি বলবেন, তোমার জন্য তোমার সন্তানের ইস্তিগফারের কারণে। -মুসনাদে আহমাদ, হাদীস ১০৬১০


 حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ زَبَّانَ بْنِ فَائِدٍ، عَنْ سَهْلِ بْنِ مُعَاذٍ الْجُهَنِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ قَرَأَ الْقُرْآنَ وَعَمِلَ بِمَا فِيهِ أُلْبِسَ وَالِدَاهُ تَاجًا يَوْمَ الْقِيَامَةِ ضَوْؤُهُ أَحْسَنُ مِنْ ضَوْءِ الشَّمْسِ فِي بُيُوتِ الدُّنْيَا لَوْ كَانَتْ فِيكُمْ فَمَا ظَنُّكُمْ بِالَّذِي عَمِلَ بِهَذَا ‏"‏ ‏.


সাহল ইবনু মু‘আয আল-জুহানী (রহঃ) হতে তার পিতা থেকে বর্ণিতঃ:


রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি কুরআন পাঠ করে এবং তদনুযায়ী আমল করে, ক্বিয়ামতের দিন তার পিতা-মাতাকে এমন মুকুট পরানো হবে যার আলো সূর্যের আলোর চাইতেও উজ্জ্বল হবে। ধরে নাও, যদি সূর্য তোমাদের ঘরে বিদ্যমান থাকে (তাহলে তার আলো কিরূপ হবে?)। তাহলে যে ব্যক্তি কুরআন অনুযায়ী আমল করে তার ব্যাপারটি কেমন হবে, তোমরা ধারণা করো তো!


সুনানে আবু দাউদ, হাদিস নং ১৪৫৩

হাদিসের মান: দুর্বল হাদিস


* মাতরাফ ইবনে শুখাইর (রহঃ) নামক প্রখ্যাত এক বুযুর্গ বলেন, আমি একদিন রাতে ঘুমে স্বপ্নে এক কবরস্থান দেখলাম। কবরবাসী কি যেন মাটি থেকে কুড়াচ্ছে। তবে এক বৃদ্ধলোক তাদের থেকে আলাদা। তিনি এদের থেকে একটু দূরে এক জায়গায় বসে আছেন, আমি তাঁর নিকট এগিয়ে গেলাম।


জিজ্ঞেস করলাম, এরা কি কুড়াচ্ছে?


বৃদ্ধ বললেন, পথচারীরা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কুরআনের কিছু তেলাওয়াত করে বা দরূদ পাঠ করে—এর সওয়াব পৌঁছে দিয়ে যায়। এরা সেই সওয়াবই কুড়াচ্ছে ।


আমি তাঁকে জিজ্ঞেস করলাম, আপনি কেন ওদের সাথে সওয়াব কুড়াচ্ছেন না?


বৃদ্ধ বললেন—আমার এর কোন দরকার নেই। কেননা, প্রত্যেক দিন আমার নিকট বিশাল অংকের সওয়াব পৌঁছে যায়।


আমি বললাম, আপনার কেন দরকার নেই? আর প্রত্যেক দিন কতটুকু সওয়াব আপনার নিকট পৌঁছে? সেটা কিভাবে পৌঁছে?


বৃদ্ধ বললেন—আমার এক পুত্র হাফেযে কুরআন। সে অমুক বাজারে মিষ্টান্নের দোকানের মিষ্টির ব্যবসা করে। দিনভর সে বেচাকেনার সাথে সাথে পূর্ণাঙ্গ এক খতম কুরআন পাঠ করে তাঁর সওয়াব আমার নামে পৌঁছে দেয়। এজন্য আমার সওয়াব কুড়ানোর দরকার হয় না। আমার সঙ্গী কবরবাসীদের এই সওয়াবের প্রয়োজন রয়েছে। তাই ওরা এভাবে সওয়াব কুড়ায়। আর আমি এখানে বসে বসে সে দৃশ্য দেখি।


মাতরাফ ইবনে শুখাইর (রহঃ) বলেন, পরের দিন ভোরে ঘুম ভাঙ্গার পর ফজরের নামায আদায় করে বের হয়ে পড়লাম। সেই বাজারে চলে গেলাম। খুঁজতে খুঁজতে একটি মিষ্টির দোকানে পেয়ে গেলাম। দোকানে এক যুবক মিষ্টান্ন বিক্রি করছে। আর সাথে সাথে মৃদু আওয়াজে কুরআন মাজীদে তেলাওয়াত করছে।


আমি জিজ্ঞেস করলাম বেটা! তুমি কি পাঠ করছো?


যুবক বললো, জি জনাব! কুরআন পাঠ করছি।


প্রত্যেক দিন কতটুকু পড়ো? আমি জিজ্ঞেস করলাম।


প্রত্যেক দিন এক খতম করে তেলাওয়াত করি জনাব! যুবক বলল।


এক খতম করে প্রত্যেক দিন কেন পড়ো? জিজ্ঞেস করলাম।


যুবক বললো, আমার পিতা আমার প্রতি অনেক বড় এহসান করে গিয়েছেন। আমি এই এহসানের কিছুটা বদলা পরিশোধ করতে চাই। আমাকে তিনি পবিইত্র কুরআনের শিক্ষা দিয়ে গেছেন। আমি এই পরম অনুগ্রহের বিনিময় দিতে চাই।


মাতরাফ ইবনে শুখাইর (রহঃ) অনেক বড় আলেম ছিলেন। ছিলেন যমানার খ্যাতিমান মুহাদ্দিস, মুফাসসির, এবং লেখকও। তিনি ঘটনা এ পর্যন্ত লিখে রাখলেন।


তিনি লিখেন—আরো কয়েক বছর কেটে গেলো। এক রাতে আবার সেই কবর স্থান স্বপ্নে দেখলাম। কবরবাসী পূর্বের মতোই সওয়াব কুড়াচ্ছে। সাথে সেই বৃদ্ধ লোকটিও রয়েছে। বৃদ্ধও সবার সাথে ব্যস্ত হয়ে সওয়াব কুড়াচ্ছেন।


আমার ঘুম ভাঙ্গতেই মনে হলো-আজ এই নগরে কোন কিছু হয়ে গেছে। ফজরের নামাযের পর সেই দোকানে গেলাম। আশে পাশের দোকানগুলো ততক্ষণে খুলে ফেলেছে। অথচ এই মিষ্টির দোকানটি বন্ধ। লোকজনকে জিজ্ঞেস করলাম, এই দোকানের সেই যুবক মালিক কোথায়?


লোকেরা বলল, জনাব! ছেলেটা গতকাল ইন্তেকাল করেছে।


আহা! সওয়াবের কি সুনিশ্চিত এক ধারা চলছিলো। সেটা বন্ধ হয়ে গেলো। আর সন্তানের পিতাও সওয়াব কুড়ানোদের দলে ভিড়ে গেলেন।


সূত্রঃ তাজা ঈমানের সত্য কাহিনী বই থেকে নেওয়া।


* কবরে সন্তান সবচেয়ে বর সম্পদ


মাতরাফ ইবনে শুখাইর (র) সপ্নে দেখে কবর বাসী টোকাচ্ছে,,,পৃ- বেহেস্তী নারী -186


-------------------------


* হযরত যাকারিয়া (আঃ) এক বুযুর্গের স্বপ্ন বর্ণনা করে বলেন। এক বুযুর্গ আল্লাহর ওলি স্বপ্নে দেখেন। একটি ফিরেস্তা কবরে আমল বন্টন করেতেছেন। সমস্ত কবর বাসি আমল নিতে লাইনে কাতার বদ্ধ ভাবে দারিয়ে আছেন। অন্যদিকে একটি মহিলা তার কবরে বসে আছেন। আল্লাহর ওলি বুযুর্গ বলেন, এই মহিলা সকলে আমল নেয়ার জন্য ছোঁটছে আপনি কেন বসে আছেন আমল নিবেন না।


মহিলা বলেন না আমি নিবো না।


কেন নিবেন না, কেন নিবেন না।


মহিলা বলেন, দোনিয়ায় আমার একটা নেক সন্তান আছে। সে নেক আমল করে, আর এই নেক আমলের নেক গোলা আমি মায়ের কবরে পৌঁছতে থাকে, আমার কবর নেকে নেকে বরপুর। তাই আমার ঐ আমলের দিকে চাহিদা কম। আল্লাহর ওলি বলেন কি তার পরিচয়। কোথায় থাকে আপনার সন্তান। মহিলা বলেন ওমক এলাকায় দোকান্দারি করেন, নাম ওমক। বুযুর্গের স্বপ্ন ভেঙ্গে যায় তাহাজ্জুদ আদায় করে, ফজর পড়ে, সূর্যোউদয় হলে এশরাক নামায আদায় করে ঐ ছেলের সন্ধানে বের হলেন। ছেলেকে খোঁজে পেয়ে, আল্লাহুআকবর দেখেন ঐ যুবক কোরআন তেলোয়াত করেন খরিদদ্বার এলে কিছু সময় তেলোয়াত বন্ধ করে আবার তেলোয়াতে মশগুল, আল্লাহর ওলি বলেন। ঐ কবরস্থানে কি তোমার মাকে দাফন করেছ, যুবক বলেন জি। তোমার নাম কি ওমক। যুবক বলেন জি। আল্লাহর ওলি দুইটা হাত বাড়িয়ে দিয়ে বলেন আয় বাবা আয় আমার বুকে আয় যে সন্তানের জন্য মা-বাবা ধন্য। এমন সন্তানে বুকটা আমার বুকের সাথে লাগাই আমার ইচ্ছে করে তুকে বুকে নিতে আয় বাবা আয় আমার বুকে আয়। আল্লাহর ওলি যুবক কে জড়িয়ে ধরে চোখের পনি নিয়ে বলে ওযুবক, তোমার এই আমল তোমার মায়ে কবরে যায়। তোমার মা অনেক সুখে আছে, তোমার মা খুব আনন্দে আছে। তুমি আমল ছেড়না বাবা তেমার মায়ের সাথে আমার কথা হয়েছে। তোমার মা, তোমার আমলের নেক কবরে বসে বসে পায়, তুমি আমল করতে থাক, তোমার জন্য তোমার মা ধন্য। এমন নেক সন্তান দোনিয়ায় রেখে যেতে পারলে মা বাবা ধন্য।


(#ওযুবক_যুবতি) আমাদের সমজে তো আজ (মুসলান) আমরা প্রহেলা বৈশাখ, থার্টি ফাস্ট নাইট, হলি ডে, মেরিষ্ট ডে, ইত্যাদি দিবস নিয়ে ব্যস্থ আফসোস আহ আফসোস ঐ জাতির জন্য।তোমাদের দিকে তোমাদের মা-বাবা আত্যিয় সজন তাকিয়ে আছেন, তোমরা আমল করো আমর করো।


আবার কিছুদিন পর আল্লাহর ওলি বুযুর্গ স্বপ্নে দেখেন ঐ মহিলা সকল লোকের ভিড়ে ঠেলে সামনে যাচ্ছেন নেক আমলের ফিরিস্তা থেকে নেক নিতে। আল্লাহর ওলি বলেন, এই মহিলা কিছুদিন আগে তুমি নেক নেওনি এখন কেন নেকের জন্য এতো পিড়াপিড়ি করছো। মহিলা বলেন, আমার নেক সন্তান টি কিছু দিন হয় মারা গেছেন এখন আর আমার কবরে নেক আসে না তাই আমি এখন নেকের পিছে দৌড়াই।


এদ্বারা এটাই বুঝায়,, দোনিয়াতে নেক সন্তানের নেক গুলা তার মা বাবার কবরে পৌঁছায়।


মা-বাবার কথা স্বরণ করে আমল করো মা-বাবার কবরে পৌঁছাবে মা-বাবার আত্যা শান্তি পাবে।

No comments

Powered by Blogger.