104 ঈমানের স্বাদ আছে গুনাহতেও মজা আছে। ঈমানের স্বাদ পাওয়ার উপায়
104 ঈমানের স্বাদ আছে গুনাহতেও মজা আছে। ঈমানের স্বাদ পাওয়ার উপায়
* আমরা ঈমানের স্বাদ বর্জন করে গুণার স্বাদ মজা গ্রহণ করছি। ভেতরে ঈমান গেলে ঈমানের মজা পাওয়া যায়। বুট একটা ওয়াদা দেয় ৩২ জনকে এই বুঝি ঈমানদারের কাজ। যে ঈমান আমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না
* গুনাহের সাগরে ডুবে আছি আমরা। একদিন গুনাহ মুক্ত কেটেছে বলা মুশকিল। হাত পায় চোখ কান অন্তরের মাধ্যমে গুনাহ হচ্ছে।
* লোক চক্ষুর অন্তরালে গুনাহ করছি। মানুষকে ফাঁকি দেওয়া যায় আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহ সবকিছুর রেকর্ড করছেন। দুই কাদে সম্মানিত ফেরেশতাগণ। অপরদিকে এই অঙ্গগুলো একদিন সাক্ষী দিবে।
اَلْیَوْمَ نَخْتِمُ عَلٰۤى اَفْوَاهِهِمْ وَ تُكَلِّمُنَاۤ اَیْدِیْهِمْ وَ تَشْهَدُ اَرْجُلُهُمْ بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ
সূরা বনী ইসরাইলে বলা হয়েছে ৩৬
اِنَّ السَّمْعَ وَ الْبَصَرَ وَ الْفُؤَادَ كُلُّ اُولٰٓئِكَ كَانَ عَنْهُ مَسْئُوْلًا
* #গুনাহ কয়েকটি জিনিস থেকে বঞ্চিত রাখে
১। গুনাহ হায়াত কমাইয়া দেয়
২। #গুনাহ #রিজিক কমাইয়া দেয়। অবৈধ উপার্জনকারী সাধারণ মানুষের মতো বেশি ভাত তরকারি খাইতে পারে না। শিল্পপতি একটা রুটি আর কুদ্দুরা ভেজিটেবল খায়। কয় ভেজিটেবল খাই। বাংলা তরজমা মুলার শাক পুঁই শাক লাউ কুমড়া শাক। সবগুলো হারাম খোর রিজিক থেকে বঞ্চিত
৩। #এলেম নামক দৌলত অন্তর থেকে উঠে যায়।
৪। #গুনাহ ইবাদতের স্বাধ থেকে বঞ্চিত রাখে। তখন নামায ইবাদত কুরআন তেলাওয়াত করতে ভালো লাগে না
#হযরত রাবেয়া বছরি ইবাদতের স্বাদ পেয়েছিল
* যার ঈমানের দৃঢ়তা যত বেশি, সে ঈমানের মিষ্টতা ও ইবাদতের স্বাদ তত বেশি লাভ করে।
#ইমাম আহমদ বিন হাম্বল (রহ.) বলেন, আমি ৫০ বছর আল্লাহর ইবাদত করেছি, কিন্তু ততক্ষণ পর্যন্ত ইবাদতের স্বাদ পাইনি, যতক্ষণ না ৩টি জিনিস পরিত্যাগ করেছি।
১. আমি মানুষের নিকট গ্রহণযোগ্যতার চিন্তা বাদ দিয়েছি; তাই নির্দ্বিধায় সত্য তথা হক্ক বলতে পেরেছি।
২. আমি পাপীদের সঙ্গ পরিত্যাগ করেছি; তাই নেককারদের সঙ্গ লাভ করতে পেরেছি।
৩. আমি এই দুনিয়ার স্বাদ ত্যাগ করেছি; তাই আখেরাতের স্বাদ লাভে সক্ষম হয়েছি। (ইমাম যাহাবি (রহ.), সিয়ারু আলামিন নুবালা : ১১/৩৪)
৫। #ইবাদত ও বন্দেগী করার তৌফিক ছুটে যায়। বন্ধু বান্ধবের আড্ডা, দোকানদারী, বিড়ি, চা খানার টাইম আছে। নামায পড়ার টাইম নাই । হারাম খোরে নামাজের টাইম পায়না। আল্লাহর যারে তাওফিক দেয় তার অসুবিধা হয় না
* আমরা নিষ্পাপ নই। নবীগন মাসুম ছিলেন। প্রতিটি মূহুর্তে আমাদের গুনাহ হচ্ছে। গুনাহ করা মজা তবে তা চুলকানির মতো। সাজা বেশি
* অপরাধ দুর্নীতি কারা করে অবৈধ উপার্জন কারা করে? যাদের অন্তরে আল্লাহর ভয় নেই
* যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তাঁরা কভু পথ ভুলে যায়না
* হারাম কোনো কিছুই কখনও শান্তির কারন হতে পারে না। হারামের আরাম নাই
________________________________________________________
অনেক সাইকোলজিক্যাল মাইন্ড গ্রুপ থেকে যেটা বুঝলাম তা হল....
হারাম কোনো কিছুই কখনও শান্তির কারন হতে পারে না। দুনিয়াতে যন্ত্রণা ভোগ করা,অসম্মানিত হওয়া, ইবাদতের স্বাদ হারিয়ে ফেলা ধীরে ধীরে ধ্বংসের দিকে হাটা। অধিকাংশই হারাম সম্পর্কে জড়িয়ে ছিল। তারা দুনিয়াতেই শাস্তি পাচ্ছে।
মহান আল্লাহ তায়ালা আপনাকে সকল হারাম কিছু থেকে হিফাজত করুন আমিন।
No comments