158 দুনিয়ায় বেঁচে থাকবো কার জন্য?
قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
(আল আনআম - ১৬২)
আপনি বলুনঃ আমার নামায, আমার কোরবাণী এবং আমার জীবন ও মরন বিশ্ব-প্রতিপালক আল্লাহরই জন্যে।
* বেচে থাকবো আল্লাহর জন্য,নিজের জন্য নয় :—তাহলেতো মনমত চলা যাবে না,
* শরীয়তের বিধান সব মনের বিরুদ্ধে,মনের বিরুদ্ধে চলতে পারলেই উভয় জগতে সফল, নিজামউদ্দিন আউলিয়ার উপর হিন্দু সাধুর দৃষ্টি—( ওয়াজ ও খুতবা- ১/৪৭১)
* মরিদ সহ হজ্জ করতে যায়, আওয়াজ শুনে হজ্জ কবুল হয়নি -—( ওয়াজ ও খুতবা- ১/৪৭৫ )
* বেচ থাকবো আল্লাহর জন্য, যা করবো আল্লাহর জন্য, যুদ্ধের মাঠে আলী রা: প্রতি থুতু নিক্ষেপ
-—( ওয়াজ ও খুতবা- ১/৪৭৭ )
* বুযুর্গ দোয়া করে জীবনে খাইনি,সহবাস করিনি,ঘুমাইনি,
মাওয়ায়েযে সিরাজী- ( ৫/৭১)
No comments