130 থার্টি ফার্স্ট নাইট
* আমাদের জীবন চলবে ইসলামের সংস্কৃতিতে،৩: আলে-ইমরান: ১৯
اِنَّ الدِّیْنَ عِنْدَ اللّٰهِ الْاِسْلَامُ١۫
* ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য কোন পদ্ধতি অবলম্বন করতে চায় তার সে পদ্ধতি কখনোই গ্রহণ করা হবে না ৩: আলে ইমরান: ৮৫
وَ مَنْ یَّبْتَغِ غَیْرَ الْاِسْلَامِ دِیْنًا فَلَنْ یُّقْبَلَ مِنْهُ١ۚ وَ هُوَ فِی الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِیْنَ
* থার্টি ফার্স্ট নাইট বা হেপি নিউ ইয়র্ক পালন করা মুসলমানদের জন্য হারাম
* থার্টি ফার্স্ট নাইট বিজাতীয় সংস্কৃতি এটি মুসলমানদের সংস্কৃতি নয় কোরআন ও হাদিসের কোথাও নেই। এক দিকে অপচয় অপর দিকে শয়তানের কাজ। ও বিজাতীয়দের সংস্কৃতি
* যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত গণ্য হবে সুনানে আবু দাউদ:৪০৩১ হাসান সহিহ
مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
* যারা কুফরী করেছে তারা বাতিলের আনুগত্য করেছে/: সূরা মোহাম্মদ437
ذٰلِكَ بِاَنَّ الَّذِیْنَ كَفَرُوا اتَّبَعُوا الْبَاطِلَ وَ اَنَّ الَّذِیْنَ اٰمَنُوا اتَّبَعُوا الْحَقَّ مِنْ رَّبِّهِمْ١ؕ كَذٰلِكَ یَضْرِبُ اللّٰهُ لِلنَّاسِ اَمْثَالَهُمْ
* থার্টি ফার্স্ট নাইট এটি আমাদের অনুষ্ঠান না এটা বিজাতীয়দের অনুষ্ঠান, জানুয়ারের অনুষ্ঠান, যাদের কোনো চরিত্র নাই। যাদের হালাল- হারাম ও নারী পুরুষের ভেদাভেদ নেই কুকুরের চরিত্র যাদের। কোনো মুসলমান সেটা পালন করতে পারে না। আমাদের অনুষ্ঠানের অভাব নেই। আমাদের শবে বরাত আছে। কাফেরদের অনুষ্ঠান পছন্দ করা এটা ঈমান টিকা না টিকার প্রশ্ন।
* যে জাতি কদরের রাত কাটায় ঘুমে। থার্টি ফার্স্ট নাইট গানে ভোগে সে জাতির পরাজয়ের আর কারন লাগেনা
* "থার্টি ফার্স্ট নাইট" নয়,কবরের 'ফার্স্ট নাইট 'এর কথা চিন্তা করুন। যে কবর প্রতিদিন ডাকতে থাকে।তিরমিজি,২৪৬০ খুবই দুর্বল
أَنَا بَيْتُ الْغُرْبَةِ وَأَنَا بَيْتُ الْوَحْدَةِ وَأَنَا بَيْتُ التُّرَابِ وَأَنَا بَيْتُ الدُّودِ . فَإِذَا دُفِنَ الْعَبْدُ الْمُؤْمِنُ قَالَ لَهُ الْقَبْرُ مَرْحَبًا وَأَهْلاً أَمَا إِنْ كُنْتَ لأَحَبَّ مَنْ يَمْشِي عَلَى ظَهْرِي إِلَىَّ
* মুসলমানদের প্রতিটি দিনই নববর্ষের দিন। নতুন দিন। ঘুমিয়ে গেলাম জাগরণ না হলেই শেষ। ঘুম থেকে উঠে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হিল্লাযি
* আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আপনার সন্তান থার্টি ফার্স্ট নাইট সমর্থন করে বিজাতীয়দের দলে ঢুকে পড়েছে ৬৬: আত-তাহরীম: ৬
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا قُوْۤا اَنْفُسَكُمْ وَ اَهْلِیْكُمْ نَارًا وَّ قُوْدُهَا النَّاسُ وَ الْحِجَارَةُ عَلَیْهَا مَلٰٓئِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا یَعْصُوْنَ اللّٰهَ مَاۤ اَمَرَهُمْ وَ یَفْعَلُوْنَ مَا یُؤْمَرُوْنَ
* মুসলমান চলে আল্লাহ ও তাঁর রাসূলের নীতিতে কোরআন ও সুন্নাহর আলোকে সেখানে যদি বিজাতীয়দের কৃষ্টি কালচার, তাদের সংস্কৃতি ঢোকানো হয়। এর পরিমাণ কিন্তু সুভ হবে না। বিজাতীয় সংস্কৃতি ফানুসের আগুনে পাঁচতলা ভবনসহ আরো কয়েক জায়গা পুরে গেছে
* থার্টি ফার্স্ট নাইট পালন করা অবস্থায় যদি মৃত্যু হয় খৃষ্টান অবস্থায় মৃত্যু হবে। আল্লাহর হাবীব এরশাদ করেন, যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই কর। সহিহ বুখারী, ৩৪৮৩ সহীহ
إِذَا لَمْ تَسْتَحِي فَافْعَلْ مَا شِئْتَ
* নববর্ষ পালনের দ্বারা সে কাফিরদেরই অনুসরণ-অনুকরণ করা হয়। যারা আল্লাহর জমিনে বিচরণ শীল প্রাণীদের মধ্যে নিকৃষ্ট আনফাল- 55
اِنَّ شَرَّ الدَّوَآبِّ عِنْدَ اللّٰهِ الَّذِیْنَ كَفَرُوْا فَهُمْ لَا یُؤْمِنُوْنَۖۚ
_____________________
* নববর্ষ পালনের দ্বারা সে কাফিরদেরই অনুসরণ-অনুকরণ করা হয়। যারা আল্লাহর জমিনে বিচরণ শীল প্রাণীদের মধ্যে নিকৃষ্ট আনফাল- 55
اِنَّ شَرَّ الدَّوَآبِّ عِنْدَ اللّٰهِ الَّذِیْنَ كَفَرُوْا فَهُمْ لَا یُؤْمِنُوْنَۖۚ
শব্দার্থ: إِنَّ = নিশ্চয়ই, شَرَّ = নিকৃষ্ট, الدَّوَابِّ = বিচরণশীলজীবদের (মধ্যেতারা ই) , عِنْدَ = কাছে , اللَّهِ = আল্লাহর, الَّذِينَ = যারা, كَفَرُوا = অস্বীকার করেছে, فَهُمْ = অতঃপর তারা , لَا = না, يُؤْمِنُونَ = ঈমান আনে,
অনুবাদ: অবশ্যি আল্লাহর কাছে যমীনের ওপর বিচরনশীল জীবের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে তারাই, যারা সত্যকে মেনে নিতে অস্বীকার করেছে। তারপর তারা আর কোন মতেই তা গ্রহণ করতে প্রস্তুত নয়।
* আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন ৬৬: আত-তাহরীম,:আয়াত: ৬,
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا قُوْۤا اَنْفُسَكُمْ وَ اَهْلِیْكُمْ نَارًا وَّ قُوْدُهَا النَّاسُ وَ الْحِجَارَةُ عَلَیْهَا مَلٰٓئِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا یَعْصُوْنَ اللّٰهَ مَاۤ اَمَرَهُمْ وَ یَفْعَلُوْنَ مَا یُؤْمَرُوْنَ
হে লোকজন যারা ঈমান এনেছো, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার ও সন্তান-সন্ততিকে সেই আগুন থেকে রক্ষা করো মানুষ এবং পাথর হবে যার জ্বালানী। সেখানে রুঢ় স্বভাব ও কঠোর হৃদয় ফেরেশতারা নিয়োজিত থাকবে যারা কখনো আল্লাহর নির্দেশ অমান্য করে না এবং তাদেরকে যে নির্দেশ দেয়া হয় তাই পালন করে। (তখন বলা হবে,) ]
* যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত গণ্য হবে: সুনানে আবু দাউদ:৪০৩১ হাসান সহিহ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو النَّضْرِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ، حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ، عَنْ أَبِي مُنِيبٍ الْجُرَشِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ " .
ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত গণ্য হবে।
সুনানে আবু দাউদ:৪০৩১ হাসান সহিহ
Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
* ইয়াহুদী ও নাসারাদের অনুসরন যাদের সর্বদা বিরোধীতা করতে বলা হয়েছে!
خالفوا اليهود والنصارى
অর্থঃ তোমরা ইয়াহুদী ও মুশরিকদের বিরোধীতা কর!
-সহীহ ইবনে হিব্বান, হাদীস নং ২১৮৬!
* সূরা মোহাম্মদ যারা কুফরী করেছে তারা বাতিলের আনুগত্য করেছে 437:)
ذٰلِكَ بِاَنَّ الَّذِیْنَ كَفَرُوا اتَّبَعُوا الْبَاطِلَ وَ اَنَّ الَّذِیْنَ اٰمَنُوا اتَّبَعُوا الْحَقَّ مِنْ رَّبِّهِمْ١ؕ كَذٰلِكَ یَضْرِبُ اللّٰهُ لِلنَّاسِ اَمْثَالَهُمْ
শব্দার্থ: ذَٰلِكَ = এটা, بِأَنَّ = এ কারণে যে, الَّذِينَ = যারা, كَفَرُوا = অস্বীকার করেছে, اتَّبَعُوا = তারা অনুসরণ করেছে, الْبَاطِلَ = মিথ্যা কে, وَأَنَّ = আর নিশ্চয়ই , الَّذِينَ = যারা, آمَنُوا = ঈমান এনেছে, اتَّبَعُوا = তারা অনুসরণ করেছে, الْحَقَّ = সত্যকে, مِنْ = (আগত) পক্ষ হতে , رَبِّهِمْ = তাদের রবের , كَذَٰلِكَ = এভাবে, يَضْرِبُ = বর্ণনা করেন , اللَّهُ = আল্লাহ্, لِلنَّاسِ = লোকদের জন্যে , أَمْثَالَهُمْ = তাদের দৃষ্টান্তসমুহ,
অনুবাদ: কারণ হলো, যারা কুফরী করেছে তারা বাতিলের আনুগত্য করেছে এবং ঈমান গ্রহণকারীগণ তাদের রবের পক্ষ থেকে আসা সত্যের অনুসরণ করেছে। আল্লাহ এভাবে মানুষের সঠিক মর্যাদা ও অবস্থান বলে দেন।
* আতশবাজি, ফানুস অনেকের আনন্দের হলেও কারো কারো জন্য যে কতো বড় ক্ষতি এটা কে বুঝবে?
ঢাকার রায়েরবাগে থার্টি ফার্স্ট নাইট উদযাপনে ফানুস ওড়াতে গিয়ে একটি পাঁচতলা ভবনে আগুন।
* থার্টি ফার্স্ট নাইট পালন করা অবস্থায় যদি মৃত্যু হয় খৃষ্টান অবস্থায় মৃত্যু হবে। যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই কর। সহিহ বুখারী, ৩৪৮৩ সহীহ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، عَنْ زُهَيْرٍ، حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، حَدَّثَنَا أَبُو مَسْعُودٍ، عُقْبَةُ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلاَمِ النُّبُوَّةِ، إِذَا لَمْ تَسْتَحِي فَافْعَلْ مَا شِئْتَ ".
আবু মাস’ঊদ ‘উকবা (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আম্বিয়া-এ-কিরামের উক্তিসমূহ যা মানব জাতি লাভ করেছে, তার মধ্যে একটি হল, “যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই কর।”
সহিহ বুখারী, হাদিস নং ৩৪৮৩
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
* আমাদের জীবন চলবে ইসলামের সংস্কৃতিতে،৩: আলে-ইমরান: ১৯
اِنَّ الدِّیْنَ عِنْدَ اللّٰهِ الْاِسْلَامُ١۫
আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত দীন।
* ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য কোন পদ্ধতি অবলম্বন করতে চায় তার সে পদ্ধতি কখনোই গ্রহণ করা হবে না ৩: আলে ইমরান: ৮৫,
وَ مَنْ یَّبْتَغِ غَیْرَ الْاِسْلَامِ دِیْنًا فَلَنْ یُّقْبَلَ مِنْهُ١ۚ وَ هُوَ فِی الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِیْنَ
এ আনুগত্য (ইসলাম) ছাড়া যে ব্যক্তি অন্য কোন পদ্ধতি অবলম্বন করতে চায় তার সে পদ্ধতি কখনোই গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে হবে ব্যর্থ, আশাহত ও বঞ্চিত।
No comments