Header Ads

Header ADS

176 পর্দা করা -2

 176 পর্দা করা -2
 * আয়িশা (রাঃ) থেকে বর্ণিত-সহিহ বুখারী- ১৪৬

عَنْ عَائِشَةَ، أَنَّ أَزْوَاجَ النَّبِيِّ، ﷺَ كُنَّ يَخْرُجْنَ بِاللَّيْلِ إِذَا تَبَرَّزْنَ إِلَى الْمَنَاصِعِ ـ وَهُوَ صَعِيدٌ أَفْيَحُ ـ فَكَانَ عُمَرُ يَقُولُ لِلنَّبِيِّ ﷺَ احْجُبْ نِسَاءَكَ‏.‏ فَلَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ ﷺَ يَفْعَلُ، فَخَرَجَتْ سَوْدَةُ بِنْتُ زَمْعَةَ زَوْجُ النَّبِيِّ ﷺَ لَيْلَةً مِنَ اللَّيَالِي عِشَاءً، وَكَانَتِ امْرَأَةً طَوِيلَةً، فَنَادَاهَا عُمَرُ أَلاَ قَدْ عَرَفْنَاكِ يَا سَوْدَةُ‏.‏ حِرْصًا عَلَى أَنْ يَنْزِلَ الْحِجَابُ، فَأَنْزَلَ اللَّهُ آيَةَ الْحِجَابِ‏



* প্রথম পর্যায়-ঘরোয়া পরিবেশে পর্দা-বের হতে হলে প্রথম শর্ত হচ্ছে



আহযাব:33



وَقَرْنَ فِى بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجٰهِلِيَّةِ الْأُولٰى



* দ্বিতীয় শর্ত হচ্ছে হযরত উম্মে সালমা চাদরের আচল মাথা ও চেহারার উপরে টেনে নেন,আহযাব:59



يٰٓأَيُّهَا النَّبِىُّ قُل لِّأَزْوٰجِكَ وَبَنَاتِكَ وَنِسَآءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلٰبِيبِهِنَّ ۚ ذٰلِكَ أَدْنٰىٓ أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ ۗ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا



* যদি সেখানে কোন পুরুষ ব্যক্তি না থাকে জরুরী ভিত্তিতে সে বাড়ী থেকে কিছু সংগ্রহ করার প্রয়োজন হয় তার বিধান ও আল্লাহ্ দিয়েছেন-তাফসীরে কুরতুবী ১৪/১৪৬ আহযাব-৫৩



وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ



* নারীদের কোন অবস্হা উত্তম হযরত আলী রা: ঘরে চলে যান



أَنَّ عَلِيًّا، قَالَ: سَأَلَنِي رَسُولُ اللَّهِ ﷺ عَنْ شَيْءٍ قَالَ: أَيُّ شَيْءٍ خَيْرٌ لِلنِّسَاءِ ؟ فَلَمْ أَدْرِ مَا أَقُولُ، فَذَكَرْتُ ذَلِكَ لِفَاطِمَةَ، فَقَالَتْ: أَلا قُلْتَ لَهُ : خَيْرٌ لِلنِّسَاءِ أَنْ لا يَرَيْنَ الرِّجَالَ وَلا يَرَوْنَهُنَّ ، قَالَ: فَذَكَرْتُ قَوْلَ فَاطِمَةَ لِلنَّبِيِّ ﷺَ فَقَالَ: إِنَّهَا بِضْعَةٌ مِنِّي رَضِيَ اللَّهُ عَنْهَا



* আবু সায়েব রাঃ বলেন আমি আবূ সাঈদ খুদরী রাঃ এর কাছে গেলাম। নামায পড়তেছিলেন। আমি অপেক্ষায় বসে গেলাম।চৌকির নিচে নড়াচড়ার আওয়াজ শুনি-মুয়াত্তা ইমাম মালিক ১৭৭০



 فَوَجَدَ امْرَأَتَهُ قَائِمَةً بَيْنَ الْبَابَيْنِ فَأَهْوَى إِلَيْهَا بِالرُّمْحِ لِيَطْعُنَهَا وَأَدْرَكَتْهُ غَيْرَةٌ فَقَالَتْ لَا تَعْجَلْ حَتَّى تَدْخُلَ وَتَنْظُرَ مَا فِي بَيْتِكَ فَدَخَلَ فَإِذَا هُوَ بِحَيَّةٍ مُنْطَوِيَةٍ عَلَى فِرَاشِهِ



* আযহারীর বলে প্রজেক্টরের মাধ্যমে মহিলারা ওয়াজ শুনতে পারবে,আমি বলছিলাম পারবে না



* যৌন উত্তেজক খায়েশাত পরস্পর আকর্শন নারী পুরুষ উভয়ের রয়েছে-মহিলাদের ছবি বা ভিডিওতে দেখলে আকর্শন লাগে কিনা-সেটা মহিলাদের ও আছে-ইমরান:14



زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَآءِ وَالْبَنِينَ وَالْقَنٰطِيرِ الْمُقَنطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْأَنْعٰمِ وَالْحَرْثِ ۗ ذٰلِكَ مَتٰعُ الْحَيٰوةِ الدُّنْيَا ۖ وَاللَّهُ عِندَهُۥ حُسْنُ الْمَـَٔابِ



* বনী ইসরাঈল:32



وَلَا تَقْرَبُوا الزِّنٰىٓ ۖ إِنَّهُۥ كَانَ فٰحِشَةً وَسَآءَ سَبِيلًا



* হেদায়াত শরাহ এনায়াতে এসেছে



صوت العورة عورة



* নারী জাতির অনেক দাম-যার তিনটি কন্যা সান্তান থাকবে



* আপনি কি মনে করেন আপনার মেয়ে রকেটের চেয়ে দাম কম ফ্যাসান হয়ে বের হলে দাম বারবে?



* শয়তান উকি মেরে তাকায়-সহীহ তারগীব ৩৪৪ হাদিস সম্ভার-৬৯৪



ان الْمَرْأَةُ عَوْرَةٌ فَإِذَا خَرَجَتِ اسْتَشْرَفَهَا الشَّيْطَانُ وَاَقْرَبَ مَا تَكُوْنُ بِرَوْحَةٍ رَبِّهَا وَهِى فِى قَعْرِ بَيْتِهَا



* মুখ খোলা রেখে হিজাব পরলে ও পর্দা হবে নাইজুবিল্লাহ কোন দলিল নাই তার কথায় সে অর্থই করতে পারে নাই জালাবিবিহিন্না তাফসির দেখুন সেকি মুজতাহিদ নাকি? 



* সতর আর পর্দা- মাথার চুল খোলা রাখা জায়েয নেই (হাদিসে লোবাবুল আখাবার, পৃষ্ঠা-৯৮-৯৯



* নামায না পড়লে নিজে ক্ষতিগ্রস্হ পর্দা নিজে ও অন্যকে ও ক্ষতি করে- সৌন্দর্য দেখে পিছনে লাগে



সূরা নূরে বলা হয়েছে:30-31



قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصٰرِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ۚ ذٰلِكَ أَزْكٰى لَهُمْ ۗ إِنَّ اللَّهَ خَبِيرٌۢ بِمَا يَصْنَعُونَ



وَقُل لِّلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ أَبْصٰرِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا ۖ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰى جُيُوبِهِنَّ ۖ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ 



* মা খাদিজা রা: ইনটেক ছিলনা ও দুই তালাক খাইছে



* রাসুল সা: নিরক্ষর ছিলেন * সিক্সপেক ছিলেন



* কদু গাছের ন্যায় দৃষ্টি পড়লে স্রীর ব্লাড নষ্ট হবে সন্ত্রাস বের হবে,বুকে পাড়া দিয়া জাহান্নামে যাবে হামীম-আস-সাজদাহ 29



وَقَالَ الَّذِينَ كَفَرُوا رَبَّنَآ أَرِنَا الَّذَيْنِ أَضَلَّانَا مِنَ الْجِنِّ وَالْإِنسِ نَجْعَلْهُمَا تَحْتَ أَقْدَامِنَا لِيَكُونَا مِنَ الْأَسْفَلِينَ



* নারী ১৪ জন পুরুষ দেখতে পারবে



* স্ত্রী স্বামীকে দেখবে স্বামী হিসেবে * মেয়ে পিতাকে দেখবে পিতা হিসেবে



* পুত্রবধু শশুরকে দেখবে * নাতি নানাকে দেখবে * মা সন্তানকে দেখবে * বোন ভাইকে দেখবে * 







* সূরা নূরে বলা হয়েছে:30-31



إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ ءَابَآئِهِنَّ أَوْ ءَابَآءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَآئِهِنَّ أَوْ أَبْنَآءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوٰنِهِنَّ أَوْ بَنِىٓ إِخْوٰنِهِنَّ أَوْ بَنِىٓ أَخَوٰتِهِنَّ أَوْ نِسَآئِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمٰنُهُنَّ أَوِ التّٰبِعِينَ غَيْرِ أُولِى الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلٰى عَوْرٰتِ النِّسَآءِ ۖ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ ۚ وَتُوبُوٓا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ



তাফসিরে আহসানুল বয়ান



১] جَلاَبِيْبُ শব্দটি جِلْبَابٌএর বহুবচন। তা এমন বড় চাদরকে বলা হয়, যাতে পুরো শরীর ঢেকে যায়। নিজের উপর চাদর টেনে নেওয়ার অর্থ চেহারার উপর এমন ভাবে ঘোমটা নেওয়া যাতে চেহারার অধিকাংশ ঢেকে যায় এবং চক্ষু নিচু করে চলাতে রাস্তাও দেখা যায়।



مَتَاعًا- কোন সামগ্রী أَطْهَرُ- পবিত্রতর صَعِيدٌ- উচ্চতা أَفْيَحُ- এটি খোলা হয়

No comments

Powered by Blogger.