109 সিগারেট প্রসংগে
109 সিগারেট প্রসংগে
یٰۤاَیُّهَا النَّاسُ كُلُوْا مِمَّا فِی الْاَرْضِ حَلٰلًا طَیِّبًا١ۖ٘ وَّ لَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّیْطٰنِ١ؕ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ
* হালাল পবিত্র জিনিস দেহের উপকার করে ক্ষতি নয়
* নিজের দেহের ক্ষতি করার অনুমতি আল্লাহ দেননি কারণ এই দেহের মালিক কিন্তু আমি না। এই হাত বাননাইছে কে? সব কিছু তার জন্য হবে
★ সিগারেটের গায়ে লেখা থাকে "ধুমপান মৃত্যু ঘটায়। এটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। অনুগ্রহ নিজের উপর ও করতে হবে। বাকারার ১৯৭
وَ اَنْفِقُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ وَ لَا تُلْقُوْا بِاَیْدِیْكُمْ اِلَى التَّهْلُكَةِ١ۛۖۚ وَ اَحْسِنُوْا١ۛۚ اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُحْسِنِیْنَ
* অনেকে ধূমপানের মধ্যে বিভিন্ন উপকারিতার কথা তুলে ধরে থাকেন। যেমন, ধূমপান করলে মেজাজ ঠাণ্ডা ও ভালো থাকে,
يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ ۖ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِن نَّفْعِهِمَا
মদের মধ্যে ও উপকার আছে তাই বলে কি মদ পান জায়েয?
★ সিগারেটের ধোঁয়ায় মানুষ চরম কষ্ট পায়।সহিহ বুখারী,৫১৮৫ সহিহ
- مَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الآخِرِ فَلاَ يُؤْذِي جَارَه
সুতরাং যারা ঈমানদার তারা কাউকে কষ্ট দেয় না
★ সিগারেটে অপব্যয় ছাড়া অন্য কিছু নয়। বনী ইসরাঈল,আয়াত ২৬
وَ لَا تُبَذِّرْ تَبْذِیْرًا
اِنَّ الْمُبَذِّرِیْنَ كَانُوْۤا اِخْوَانَ الشَّیٰطِیْنِ١ؕ وَ كَانَ الشَّیْطٰنُ لِرَبِّهٖ كَفُوْرًا
★ সিগারেট পুষ্টিকর কিংবা ক্ষুধা নিবারণ মূলকও কিছুই নয়। জাহান্নামীদের খাবারের সাথে তুলনা করা চলে। গাশিয়াহ- ৭
لَّا یُسْمِنُ وَ لَا یُغْنِیْ مِنْ جُوْعٍؕ
* যা করতে হবে সব হতে হবে হালাল। হজ্জের টিকেট কাটা হালাল। তবে এই টিকেটের অভ্যান্তরে ও হারাম থাকতে পারে যদি বোনের হক্ব থাকে তবে হজ্জ জিদ্ধা বিমান বন্দরে ও আসবে না
* এইবার সিগারেট খাওয়া ভালো এই মতে কারা হাত তুলুন। সিগারেট আমি খাওয়া শুরু করলে কেমন হবে
* অনেকে বলে সিগারেট তাহলে মাত্র অর্থ কি অপছন্দনীয় মাকরুহ । শব্দের অর্থ আমরা কোরআন থেকে জেনে নি ই আল্লাহ যেটাকে অপছন্দনীয় বলেছেন সেটাই হারাম। যেমন সুরা বনী ইসরাঈলের মধ্যে বলা হয়েছে
كُلُّ ذٰلِكَ كَانَ سَیِّئُهٗ عِنْدَ رَبِّكَ مَكْرُوْهًا
___________________
___________________
২ আল-বাক্বারাহ, আয়াত: ১৬৮
یٰۤاَیُّهَا النَّاسُ كُلُوْا مِمَّا فِی الْاَرْضِ حَلٰلًا طَیِّبًا١ۖ٘ وَّ لَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّیْطٰنِ١ؕ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ
হে মানব জাতি! পৃথিবীতে যে সমস্ত হালাল ও পাক জিনিস রয়েছে সেগুলো খাও এবং শয়তানের দেখানো পথে চলো না। সে তোমাদের প্রকাশ্য শত্রু।
১৭ বনী ইসরাঈল, আয়াত: ৩৮
كُلُّ ذٰلِكَ كَانَ سَیِّئُهٗ عِنْدَ رَبِّكَ مَكْرُوْهًا
এ বিষয়গুলোর মধ্য থেকে প্রত্যেকটির খারাপ দিক তোমার রবের কাছে অপছন্দনীয়।
*
وَالَّذِينَ يُؤْذُونَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوا فَقَدِ احْتَمَلُوا بُهْتَانًا وَإِثْمًا مُّبِينًا
“যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে।” (সূরা আহযাব: ৮৫)
আব্দুল্লাহ বিন উমর (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন: একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠে উচ্চ স্বরে বলেন:
يَا مَعْشَرَ مَنْ أَسْلَمَ بِلِسَانِهِ، وَلَمْ يُفْضِ الْإِيْمَانُ إِلَى قَلْبِهِ! لَا تُؤْذُوْا الْـمُسْلِمِيْنَ، وَلَا تُعَيِّرُوْهُمْ وَلَا تَتَّبِعُوْا عَوْرَاتِهِمْ ؛ فَإِنَّهُ مَنْ تَتَبَّعَ عَوْرَةَ أَخِيْهِ الْـمُسْلِمِ تَتَبَّعَ اللهُ عَوْرَتَهُ، وَمَنْ تَتَبَّعَ اللهُ عَوْرَتَهُ يَفْضَحْهُ وَلَوْ فِيْ جَوْفِ رَحْلِهِ
‘‘হে লোক সকল! তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছো; অথচ ঈমান তোমাদের অন্তরে ঢুকেনি,
– তোমরা মুসলিমদেরকে কষ্ট দিও না।
– তাদেরকে লজ্জা দিও না।
– তাদের দোষ অনুসন্ধান করো না।
কারণ, যে ব্যক্তি তার কোন মুসলিম ভাইয়ের দোষ অনুসন্ধান করলো আল্লাহ্ তা‘আলাও তার দোষ অনুসন্ধান করবেন। আর যার দোষ আল্লাহ্ তা‘আলা অনুসন্ধান করবেন তাকে অবশ্যই তিনি লাঞ্ছিত করে ছাড়বেন যদিও সে নিজ ঘরের অভ্যন্তরেই অবস্থান করুক না কেন’’। [সুনানে তিরমিযী, হাদীস নং- ২০৩২]
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেনঃ
لاَ يَتَنَاجَى اثْنَانِ دُونَ وَاحِدٍ فَإِنَّ ذَلِكَ يُؤْذِي الْمُؤْمِنَ وَاللَّهُ عَزَّ وَجَلَّ يَكْرَهُ أَذَى الْمُؤْمِنِ
“একজনকে বাদ দিয়ে দু’জনে কানাকানি করবে না। কেননা ইহা মুমিনের কষ্ট দেয়। আর আল্লাহ তা’আলা তো মুমিনকে কষ্ট দেয়া অপছন্দ করেন”। [সূনান আত তিরমিজী, হাদীস নং-28250]
* ধূমপানে উপকারের তুলনায় ক্ষতিই রয়েছে বেশি :
অনেকে ধূমপানের মধ্যে বিভিন্ন উপকারিতার কথা তুলে ধরে থাকেন। যেমন, ধূমপান করলে মেজাজ ঠাণ্ডা ও ভালো থাকে, ক্লান্তি ও অবসাদ দূর হয়, শক্তি সঞ্চারিত হয়, মুখ ও গলা সতেজ থাকে, কাশি ও অনিদ্রা উপশম হয়, মাথা ঘোরা বন্ধ হয়, অস্থিরভাব কাটে, মল ত্যাগের কষ্ট দূর হয় ইত্যাদি। তাদের আল্লাহ তাআলার নিম্নোক্ত কথাটি মনে রাখা উচিত। আল্লাহ তাআলা বলেন,
يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ ۖ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِن نَّفْعِهِمَا
‘তারা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। বলে দিন, উভয়ের মধ্যে রয়েছে মহাপাপ। আর তার মধ্যে মানুষের জন্য উপকারিতাও আছে। তবে এগুলোর পাপ উপকারের চেয়ে বড়।’
[সূরা বাক্বারাহ :২১৯]
মদ-জুয়ার বেলায়ও মানুষ ঠিক এধরনের উপকারিতার কথা উল্লেখ করে থাকে। তা সত্ত্বেও আল্লাহ তাআলা তা হারাম করেছেন। এ হিসেবে ধূমপানও অবৈধ ও নিষিদ্ধ হবে। কারণ এসব উপকার আল্লাহ তাআলার কাছে স্বীকৃত নয়। আর উপরোক্ত উপকারসমূহ মূলত অভ্যাসের দরুন হয়ে থাকে। অভ্যাস পরিবর্তন করলে সব ঠি
★ সিগারেট পুষ্টিকর কিংবা ক্ষুধা নিবারণ মূলকও কিছুই নয়। জাহান্নামীদের খাবারের সাথে তুলনা করা চলে।গাশিয়াহ-৭
৮৮ আল-গাশিয়াহ, আয়াত: ৭
لَّا یُسْمِنُ وَ لَا یُغْنِیْ مِنْ جُوْعٍؕ
তা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধাও মেটাবে না।
* বাজে খরচ করো না।বনী ইসরাঈল, আয়াত: ২৬
وَ لَا تُبَذِّرْ تَبْذِیْرًا
১৭ বনী ইসরাঈল, আয়াত: ২৭
اِنَّ الْمُبَذِّرِیْنَ كَانُوْۤا اِخْوَانَ الشَّیٰطِیْنِ١ؕ وَ كَانَ الشَّیْطٰنُ لِرَبِّهٖ كَفُوْرًا
নিশ্চয়ই যারা বাজে খরচ করে তারা শয়তানের ভাই আর শয়তান তার রবের প্রতি অকৃতজ্ঞ।
إِسْحَاقُ بْنُ نَصْرٍ حَدَّثَنَا حُسَيْنٌ الْجُعْفِيُّ عَنْ زَائِدَةَ عَنْ مَيْسَرَةَ عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الآخِرِ فَلاَ يُؤْذِي جَارَه
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ:
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যে আল্লাহ্ এবং আখিরাতের ওপর বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়।(আধুনিক প্রকাশনী- ৪৮০৪, ইসলামিক ফাউন্ডেশন- ৪৮০৭)
সহিহ বুখারী, হাদিস নং ৫১৮৫
হাদিসের মান: সহিহ হাদিস
সূরা বাকারার ১৯৭
وَ اَنْفِقُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ وَ لَا تُلْقُوْا بِاَیْدِیْكُمْ اِلَى التَّهْلُكَةِ١ۛۖۚ وَ اَحْسِنُوْا١ۛۚ اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُحْسِنِیْنَ
শব্দার্থ: وَأَنْفِقُوا = এবং তোমরা ব্যয়করো, فِي = মধ্যে, سَبِيلِ = পথের, اللَّهِ = আল্লাহর, وَلَا = এবং না , تُلْقُوا = তোমরা নিক্ষেপকরো, بِأَيْدِيكُمْ = তোমাদের হাতে (নিজেদেরকে) , إِلَى = দিকে, التَّهْلُكَةِ = ধ্বংসের, وَأَحْسِنُوا = এবং তোমরা অনুগ্রহকরো, إِنَّ = নিশ্চয়ই , اللَّهَ = আল্লাহ, يُحِبُّ = ভালবাসেন, الْمُحْسِنِينَ = অনুগ্রহকারীদের কে,
অনুবাদ: আল্লাহর পথে ব্যয় করো এবং নিজের হাতে নিজেকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না। অনুগ্রহ প্রদর্শনের পথ অবলম্বন করো, কেননা আল্লাহ অনুগ্রহ প্রদর্শনকারীদেরকে ভালোবাসেন।
___________________
কুরআন-হাদীস কি বলে?
★ সিগারেটের গায়ে লেখা থাকে "ধুমপান মৃত্যু ঘটায়"।
- আল্লাহ পাক বলেন,
"তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না।" [বাকারা-১৯৫]
★ সিগারেট নেশাজাতীয় জিনিস।
- নবী করিম (সাঃ) বলেছেন,
"প্রত্যেক নেশার বস্তুই মাদক (খামার) আর প্রত্যেক নেশার জিনিসই হারাম।" [মুসলিম-২০০৩]
★ কেউ একসাথে ১০টি সিগারেট খেলে তার নেশা হতে বাধ্য।
- রাসূল (সাঃ) বলেছেন:-
“যা অধিক সেবন করলে নেশার সৃষ্টি হয় তা কম সেবন করাও হারাম।" [তিরমিযি-১৮৬৫, আবু দাঊদ-৩৬৮১]
★ সিগারেট অপবিত্র জিনিস।
- আল্লাহ পাক বলেন, "তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল ও অপবিত্র বস্তু হারাম করা হয়েছে।" [আরাফ-১৫৭]
★ সিগারেটে অপব্যয় ছাড়া অন্য কিছু নয়।
- আল্লাহ পাক বলেন, "নিশ্চয়ই অপব্যায়কারী শয়তানের ভাই।" [সূরা ইসরা-২৭]
★ সিগারেটের ধোঁয়ায় মানুষ চরম কষ্ট পায়।
- রাসূল (সাঃ) বলেন,
"যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়।" [বুখারী]
★ সিগারেট পুষ্টিকর কিংবা ক্ষুধা নিবারণ মূলকও কিছুই নয়। জাহান্নামীদের খাবারের সাথে তুলনা করা চলে।গাশিয়াহ-৭]
- জাহান্নামীদের খাবার প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, “এটা তাদের পুষ্টিও যোগাবে না ক্ষুধাও নিবারণ করবে না।" [গাশিয়াহ-৭]
এবার আপনিই সিদ্ধান্ত নিন-
এই ধুমপান করবেন, নাকি ছাড়বেন?
আল্লাহ আমাদেরকে এ সর্বনাশা নেশা থেকে দুরে রাখুন।
আমিন।
No comments