Header Ads

Header ADS

145 দাওয়াত এর কাজ অত্যন্ত কঠিন কাজ

  145 দাওয়াত এর কাজ অত্যন্ত কঠিন কাজ




, সহজ মনে কইরেন না, মানুষকে আল্লাহর পথে ডাকা অত্যন্ত কঠিন ৷ সমস্ত নবীগন অত্যাচারের সম্মুখীন হয়েছেন,একমাত্র দ্বীনের পথে মানুষকে ডাকার অপরাধে ৷ আর কোন দোষ নাই ৷ হযরত নুহ নবীর কথাই বলব যেহেতু নুহ নবীর কিস্তির একটা গঠনা এই মহরম মাসের সাথে জরিত,


* পাথরের নিচে পরে থাকা ঐ নুহ নবীকে যদি প্রশ্ন করা হয়, নুহ নবীই বলে দিবে দ্বীনের দাওয়াত দেয়া কত যে কষ্ট ৷




وَأُوحِيَ إِلَىٰ نُوحٍ أَنَّهُ لَن يُؤْمِنَ مِن قَوْمِكَ إِلَّا مَن قَدْ آمَنَ فَلَا تَبْتَئِسْ بِمَا كَانُوا يَفْعَلُونَ




(হুদ - ৩৬)


আর নূহ (আঃ) এর প্রতি ওহী প্রেরণ করা হলো যে, যারা ইতিমধ্যেই ঈমান এনেছে তাদের ছাড়া আপনার জাতির অন্য কেউ ঈমান আনবেনা এতএব তাদের কার্যকলাপে বিমর্ষ হবেন না।




وَقَالَ نُوحٌ رَّبِّ لَا تَذَرْ عَلَى الْأَرْضِ مِنَ الْكَافِرِينَ دَيَّارًا




(নূহ - ২৬)


নূহ আরও বললঃ হে আমার পালনকর্তা, আপনি পৃথিবীতে কোন কাফের গৃহবাসীকে রেহাই দিবেন না।




إِنَّكَ إِن تَذَرْهُمْ يُضِلُّوا عِبَادَكَ وَلَا يَلِدُوا إِلَّا فَاجِرًا كَفَّارًا




(নূহ - ২৭)


যদি আপনি তাদেরকে রেহাই দেন, তবে তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং জন্ম দিতে থাকবে কেবল পাপাচারী, কাফের।




رَّبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَن دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَلَا تَزِدِ الظَّالِمِينَ إِلَّا تَبَارًا




(নূহ - ২৮)


হে আমার পালনকর্তা! আপনি আমাকে, আমার পিতা-মাতাকে, যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করে-তাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করুন এবং যালেমদের কেবল ধ্বংসই বৃদ্ধি করুন।




* কিস্ত তৈয়ার, 




وَاصْنَعِ الْفُلْكَ بِأَعْيُنِنَا وَوَحْيِنَا وَلَا تُخَاطِبْنِي فِي الَّذِينَ ظَلَمُوا ۚ إِنَّهُم مُّغْرَقُونَ




(হুদ - ৩৭)


আর আপনি আমার সম্মুখে আমারই নির্দেশ মোতাবেক একটি নৌকা তৈরী করুন এবং পাপিষ্ঠদের ব্যাপারে আমাকে কোন কথা বলবেন না। অবশ্যই তারা ডুবে মরবে।




وَيَصْنَعُ الْفُلْكَ وَكُلَّمَا مَرَّ عَلَيْهِ مَلَأٌ مِّن قَوْمِهِ سَخِرُوا مِنْهُ ۚ قَالَ إِن تَسْخَرُوا مِنَّا فَإِنَّا نَسْخَرُ مِنكُمْ كَمَا تَسْخَرُونَ




(হুদ - ৩৮)


তিনি নৌকা তৈরী করতে লাগলেন, আর তাঁর কওমের নেতৃস্থানীয় ব্যক্তিরা যখন পার্শ্ব দিয়ে যেত, তখন তাঁকে বিদ্রুপ করত। তিনি বললেন, তোমরা যদি আমাদের উপহাস করে থাক, তবে তোমরা যেমন উপহাস করছ আমরাও তদ্রুপ তোমাদের উপহাস করছি।




* উজ,




* নৌকায় পায়খানা




حَتَّىٰ إِذَا جَاءَ أَمْرُنَا وَفَارَ التَّنُّورُ قُلْنَا احْمِلْ فِيهَا مِن كُلٍّ زَوْجَيْنِ اثْنَيْنِ وَأَهْلَكَ إِلَّا مَن سَبَقَ عَلَيْهِ الْقَوْلُ وَمَنْ آمَنَ ۚ وَمَا آمَنَ مَعَهُ إِلَّا قَلِيلٌ




(হুদ - ৪০)


অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছাল এবং ভুপৃষ্ঠ উচ্ছসিত হয়ে উঠল, আমি বললামঃ সর্বপ্রকার জোড়ার দুটি করে এবং যাদের উপরে পূর্ব হইতে হুকুম হয়ে গেছে তাদের বাদি দিয়ে, আপনার পরিজনবর্গ ও সকল ঈমানদারগণকে নৌকায় তুলে নিন। বলাবাহুল্য অতি অল্পসংখ্যক লোকই তাঁর সাথে ঈমান এনেছিল।




وَقِيلَ يَا أَرْضُ ابْلَعِي مَاءَكِ وَيَا سَمَاءُ أَقْلِعِي وَغِيضَ الْمَاءُ وَقُضِيَ الْأَمْرُ وَاسْتَوَتْ عَلَى الْجُودِيِّ ۖ وَقِيلَ بُعْدًا لِّلْقَوْمِ الظَّالِمِينَ




(হুদ - ৪৪)


আর নির্দেশ দেয়া হল-হে পৃথিবী! তোমার পানি গিলে ফেল, আর হে আকাশ, ক্ষান্ত হও। আর পানি হ্রাস করা হল এবং কাজ শেষ হয়ে গেল, আর জুদী পর্বতে নৌকা ভিড়ল এবং ঘোষনা করা হল, দুরাত্না কাফেররা নিপাত যাক।




فَأَنجَيْنَاهُ وَأَصْحَابَ السَّفِينَةِ وَجَعَلْنَاهَا آيَةً لِّلْعَالَمِينَ




(আল আনকাবুত - ১৫)


অতঃপর আমি তাঁকে ও নৌকারোহীগণকে রক্ষা করলাম এবং নৌকাকে নিদর্শন করলাম বিশ্ববাসীর জন্যে।




* বৃদ্ধা মহিলা


.... (অবশ্যই সকলে পড়বেন) ....




ঈমানের সঙ্গে আল্লাহকে স্মরণ


করলে আল্লাহ অবশ্যই সাহায্য করেন।




হযরত নূহ (আঃ) এর সময় যখন


নূহ (আঃ) তাঁর নিজের জাতিকে


দাওয়াত দিয়েছিলেন তখন চল্লিশ


জন ব্যতিত কেউ সেই তৌহিদের


দাওয়াত গ্রহণ করে নাই।




অতঃপর নূহ (আঃ) আল্লাহর কাছে


দোয়া করলেন। তিনি ওহী প্রাপ্ত


হলেন যে আল্লাহ একটি মহা প্লাবন


দিবেন। যেই প্লাবনে সকল


কাফেরদেরকে আল্লাহ ধ্বংস করে


দিবেন। আর নূহ (আঃ) কে একটি


নৌকা তৈরী করতে বললেন।


যেই নৌকাতে মুমিনেরা শুধু


চড়তে পারবেন।




নির্দিষ্ট দিনে সকল মুমিন নৌকাতে


চড়লেন। শুরু হলো সেই


মহাপ্লাবন। কিন্তু এক মুমিনা বৃদ্ধা


সেই নৌকাতে চড়েন নাই। নূহ


(আঃ) এরও বিন্দুমাত্র মনে নেই।




যখন মহাপ্লাবন শেষ হলো


চারিদিকে শুধু ধ্বংসস্তূপ তখন নূহ


(আঃ) এর সেই বৃদ্ধার কথা মনে


পড়েছে। তিনি ছুটে গেলেন সেই


বৃদ্ধার বাড়িতে। নূহ (আঃ) সেই


বৃদ্ধার বাড়িতে গিয়ে আশ্চর্য


হলেন যে বৃদ্ধার ঘরের চালার


একটা খড়কুটোর কিছু হয় নি।


তিনি বৃদ্ধার ঘরের দরজা খুলতেই


বৃদ্ধা নূহ (আঃ) কে জিজ্ঞাসা


করলেন, "হে নূহ! এত দিন


কোথায় ছিলে?


নূহ (আঃ) বললেন, "আমি


আল্লাহর কাছে দোয়া করেছিলাম


এক মহাপ্লাবনের জন্য। যাতে


কাফেরেরা ধ্বংস হয়ে যায়।


চেয়ে দেখেন বাহিরে সব শেষ


হয়ে গিয়েছে। আপনি কেমন করে বেঁচে আছেন???!!!"




তখন বৃদ্ধা বললেন, "নূহ! তুমি


তো তোমার উম্মতকে ভুলে যেতে


পারো। কিন্তু আমি যার ইবাদাত


করি, তিনি তো আমাকে ভুলে


যেতে পারেন না। তিনিই আমাকে


রক্ষা করেছেন।"




আল্লাহু আকবার!!! আমরাও যদি খাঁটি মুমিনের মত আমরা


আল্লাহর ইবাদাত করি এবং তার কাছে চাই। তাহলে আল্লাহ


আমাদেরকেও সকল বিপদ থেকে


রক্ষা করবেন। ইনশাআল্লাহ।

No comments

Powered by Blogger.