Header Ads

Header ADS

 15  অপশক্তি চায় আল্লাহর নূরকে নিভিয়ে দিতে

*  রাসূল সা: হচ্ছে মুসলমানদের প্রানের স্পন্দন,পৃথিবীর শ্রেষ্ট মহামানব,তিনিও দীনি হক্ক প্রচার করতে গিয়ে বাধা প্রাপ্ত হয়েছেন

ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাদ

*  নবীকে নজর বন্দি। হত্যার চেষ্টা। হিজরত করতে বাধ্য হয়েছেন

*  জুলুম করে দমানো যায়না। অত্যাচারের পর ও পৃথিবীতে মুসলমান হচ্ছে বেশি। আবু হানিফা রহ: বিচার প্রতির পদ গ্রহণ করেননি

*  কাফেররা তাদের মুখের ফুঁ দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায় ৬১: আস-সফ:৮

یُرِیْدُوْنَ لِیُطْفِــٴُـوْا نُوْرَ اللّٰهِ بِاَفْوَاهِهِمْ وَ اللّٰهُ مُتِمُّ نُوْرِهٖ وَ لَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ

*  আল্লাহ নূর প্রজ্জলিত করবেন। ফেরাউন হিতে বিপরীত হলো। নমরুদ আবু জাহেল নিভে গেছে। হাজিদের যাত্রাপথে বাঁধা। হিতে বিপরীত হলো। নিষিদ্ধ নিজিষের প্রতি মানুষের মন ঝুঁকে বেশি। ১৮ বছরের নিচে কেউ দেখবেন না। আনাস রা এর মা নবীকে দাওয়াত দেন

*  নবী প্রেরনের উদ্দেশ্য হলো এ দ্বীনকে অন্য সকল দ্বীনের ওপর বিজয়ী করতে পারেন,৬১: আস-সফ:৯

هُوَ الَّذِیْۤ اَرْسَلَ رَسُوْلَهٗ بِالْهُدٰى وَ دِیْنِ الْحَقِّ لِیُظْهِرَهٗ عَلَى الدِّیْنِ كُلِّهٖ وَ لَوْ كَرِهَ الْمُشْرِكُوْنَ۠

*  বিজাতীরা আমাদের বন্ধু নয়,তারা যে ইসলামের দুষমন তা আল্লাহ আমাদের জানিয়েছেন, ৪১:হামীম-আস-সাজদাহ:২৬

وَ قَالَ الَّذِیْنَ كَفَرُوْا لَا تَسْمَعُوْا لِهٰذَا الْقُرْاٰنِ وَ الْغَوْا فِیْهِ لَعَلَّكُمْ تَغْلِبُوْنَ

*  দুনিয়ার সমস্ত ইহুদী খৃস্টান নাসারা সবাই ঐক্য,কিভাবে মুসলমানদের খতম করা যায়,ইহুদী ও খৃস্টানদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না -মায়িদাহ:৫১

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الْیَهُوْدَ وَ النَّصٰرٰۤى اَوْلِیَآءَ ﳕ بَعْضُهُمْ اَوْلِیَآءُ بَعْضٍؕ وَ مَنْ یَّتَوَلَّهُمْ مِّنْكُمْ فَاِنَّهٗ مِنْهُمْؕ اِنَّ اللّٰهَ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ

*   মুসলমান ঐ়ক্য হতে পারেনি,যার ফলে আজকে বিজাতীর বেরাজালে আবদ্ধ,আলে-ইমরান:১০৩

وَ اعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِیْعًا وَّ لَا تَفَرَّقُوْا۪

*  আমরাতো সেই মুসলমান,যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পেতনা,বাঘকে ও নয়

* টুপি নিয়ে দলাদলি,কেয়াম করবো কি করবো না,হাত বুকে না নাভিতে,আমিন জুরে না আস্তে,হাজারাে দল,আল্লাহ কয়জন? রাসূল কয়জন?, কোরআন কয়টা?,এত দল কেন?


*  নবীজী কে মিথ্যা বলতে পারে নাই। ৬: আল-আনয়াম,:আয়াত: ৩৩,


قَدْ نَعْلَمُ اِنَّهٗ لَیَحْزُنُكَ الَّذِیْ یَقُوْلُوْنَ فَاِنَّهُمْ لَا یُكَذِّبُوْنَكَ وَ لٰكِنَّ الظّٰلِمِیْنَ بِاٰیٰتِ اللّٰهِ یَجْحَدُوْنَ


হে মুহাম্মাদ! একথা অবশ্যি জানি, এরা যেসব কথা তৈরী করে, তা তোমাকে কষ্ট দেয় কিন্তু এরা তোমাকে মিথ্যা বলে না বরং এ জালেমরা আসলে আল্লাহর আয়াতকেই অস্বীকার করছে।

৩: আলে-ইমরান,:আয়াত: ৫৪,


وَ مَكَرُوْا وَ مَكَرَ اللّٰهُ١ؕ وَ اللّٰهُ خَیْرُ الْمٰكِرِیْنَ۠


তারপর বনী ইসরাঈল (ঈসার বিরুদ্ধে) গোপন চক্রান্ত করতে লাগলো। জবাবে আল্লাহ‌ও তাঁর গোপন কৌশল খাটালেন। আর আল্লাহ‌ শ্রেষ্ঠতম কুশলী।

No comments

Powered by Blogger.